হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ বাহরাইনফেরত এক যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গ্রেফতারকৃত যাত্রীর নাম শফিকুল ইসলাম। গত বুধবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে গ্রেফতার করা হয়। স্বর্ণগুলো চার্জার ফ্যানের মধ্যে বিশেষ কায়দায় আনা হয়েছিলো। শফিকুলের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বুধবার রাতে গøফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে বিমানবন্দরে নামেন প্রবাসী শফিকুল। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। ভেতরে ইলেকট্রিক ফ্যানের মধ্যে স্বর্ণের ইমেজ পাওয়া যায়। পরে লাগেজ খুলে ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন