রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের বর্বরহত্যা নির্যাতন গ্রেফতার এবং বিতাড়িত করার তীব্র প্রতিবাদ করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। গতকাল পৃথক পৃথক বিবৃতিতে তারা বলেছেন, মানবিক আশ্রয় না দিলে রোহিঙ্গাদের মৃত্যুছাড়া অন্য কোন পথ নেই। তারা বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারকে অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব সুন্নী আন্দোলন
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত নির্মম গণহত্যার শিকার অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দানের জন্য সরকারের প্রতি জরুরী আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সরকারি ভাবেই জাতিগত নির্মূল অভিযানের শিকার রোহিঙ্গা মা-ভাই-বোন-শিশু সবাই আজ চরম নির্যাতন ও ব্যাপক হত্যাকা-ের মূখে বিপন্ন। এদের আশ্রয় ব্যতীত মৃত্যুছাড়া পথ নেই। ইমাম হায়াত বলেন, জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ এবাদত। তাই জীবন ও মানবতার সঙ্কটে আর্তনাদে সাড়া দিতে অক্ষম হলে রাষ্ট্রব্যবস্থার মানবিক মূল্য থাকেনা। মনুষত্ত্ব্যের দাবি অসার হয়ে যায়।
তিনি রোহিঙ্গাসহ দুনিয়ায় সব জায়গায় হত্যাকা- ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানান।
ইমাম হায়াত মানবতার মুক্তি সাধনায় শান্তিময় নিরাপদ জীবন ও বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত অপরাজনীতির পরিবর্তে সার্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ধর্মীয় মূল্যবোধ ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে অবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মায়ানমারে মুসলমানদেরকে হত্যা ও বহু লোককে আহত এবং শত শত ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করে মুসলমানদের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এধরণের জঘন্য হত্যাযজ্ঞ চরম মানবাধিকার লঙ্ঘন। এ ব্যাপারে জাতিসংঘ, মানবাধিকার সংস্থাসহ বিশ্বমুসলিমকে এগিয়ে আসতে হবে। মায়ানমারের সন্ত্রাসী রাখাইন সম্প্রদায়কে রুখে দিতে হবে।
পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য গণমিছিল সফলের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। উত্তর সেক্রেটারি মুহাম্মদ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান ও আলহাজ আলতাফ হোসেন, দক্ষিণ সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সাংগঠনিক সম্পাদক এইচ এম ছিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট, মহাসচিব অধ্যাপক মাও. আব্দুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মাও. মো. শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে হেলিকপ্টার গানশীপ হতে গুলিবর্ষণের মাধ্যমে মুসলিম বিদ্বেষী অং সান সুচির সন্ত্রাসী সেনাবাহিনী কর্তৃক অসংখ্য রোহিঙ্গা গ্রামবাসীকে আহত, নিহত ও গ্রেফতার এবং অভিবাসী করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা গতকাল এক বিবৃতিতে রোহিঙ্গা গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারকে অসহায় রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন।
২০ দলের শরীক ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম, শিক্ষানীতি, পাঠ্যসূচির বিষয়ে অবহেলা দেশবাসী মেনে নিবে না। সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে এটা কিসের হুমকী? যে কোন মূল্যে এ হুমকী প্রতিহত করা হবে। আল্লামা আতহার আলী (রহ.) মিলনায়তনে ইসলামী স্বেচ্ছাসেক সমাজ আয়োজিত “অবরুদ্ধ গণতন্ত্র, পুঞ্জিভূত অসন্তোষ” শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ কথাগুলো বলেন। স্বেচ্ছাসেবক সমাজের আহ্বায়ক মাও. কামরুজ্জামান রুকনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মাও. শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া, মাও. আশরাফ আলী তাহিরপুরী, হাফেজ মাও. ইসমাইল ভূইয়া, মুসাফির নুরুজ্জামান তামীম প্রমূখ।
জমিয়তে উলামায়ে ইসলাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের সরকারের পক্ষ থেকে যে জুলুম- নির্যাতন ও গণহত্যা চালানো হচ্ছে তা চরম বর্বরতা। এ অমানুষিক নির্যাতনের হাত থেকে রোহিঙ্গাদেরকে রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডিসেম্বর মাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়ন কমিটির এক বৈঠকে নেতৃবৃন্দ একথা বলেন। আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে পল্টনস্থ জমিয়ত অফিসে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ মানবিক কারণে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়াসহ তাদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্বের মানবিক সংগঠনগুলোকে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেয়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন