বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল বন্ধ

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম


 ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন ডাওরী বাজার এলাকার বেইলি ব্রিজ ভেঙে ট্রাকসহ খালে পড়েছে। এসময় কোনো হতাহত না হলেও ভোলা চরফ্যাশনে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার ব্রিজ অতিক্রম করতে গেলে ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার অফিসার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশা খালে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোলার সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ইনকিলাবকে জানান, খুব দ্রæত ব্রিজটি মেরামতের সার্বিক চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংস্কার কাজ করতে মূল বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন