শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

তদন্ত চলছে ডরিন পাওয়ারের

কর্পোরেট রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জ্বালানি ও বিদ্যুৎ খাতের ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড কোম্পানির শেয়ারের দাম কমার শীর্ষে রয়েছে। এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৯.৪ টাকা। আগের দিন সমাপনী দাম ১৩৯.৪ টাকা হলেও সোমবার লেনদেন শেষ হয়েছে ১২০ টাকা। সেই হিসাবে কোম্পানির শেয়ার দাম কমেছে ১৩.৯৩ শতাংশ। গত ১৬ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে শেয়ার দাম বাড়তে থাকে। ২৭ অক্টোবর পর্যন্ত একটানা দাম বৃদ্ধিতে প্রতি শেয়ারে ৫২.৬ টাকা বাড়ে। এই দাম বৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ মনে হওয়ায় তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তদন্ত কমিটি গঠনের পর এক কার্যদিবস শেয়ার দাম কিছুটা নিম্নমুখী হলেও পরবর্তী সময়ে আবারও বাড়তে থাকে। পরবর্তী পাঁচ কার্যদিবস দাম বৃদ্ধির পর আবারও নিম্নমুখী হয় শেয়ার দাম। কমিশনের পর্যবেক্ষণ বিভাগ ডরিন পাওয়ারের শেয়ার দাম বৃদ্ধি সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত কমিটি গঠন করে। দুই উপপরিচালকের সমন্বয়ে ৩০ অক্টোবর গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। কমিশন সূত্র জানায়, তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন পেশ করবে। তবে তদন্তাধীন অগ্রগতির বিষয়ে কেউ কিছু বলতে চাননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন