শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আজ শেষ হচ্ছে লিফট ও এস্কেলেটরের মেলা

কর্পোরেট ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আজ শুক্রবার শেষ হচ্ছে লিফট ও এস্কেলেটরের মেলা। এস্কেলেটর এবং এলিভেটর শিল্পের বিকাশের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হয়েছে এই আন্তর্জাতিক মেলা। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা (আইসিসিবি)-তে “গেøাবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো ২০১৬” নামে এ মেলা শুরু হয়। চলবে শুক্রবার পর্যন্ত। মেলায় এই বছর এস্কেলেটর এবং এলিভেটর উৎপাদক, খুচরা যন্ত্রাংশের উৎপাদক, এলিভেটরের দরজা, গতি নিয়ন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। একই ছাদের নিচে এলিভেটর এবং এস্কেলেটর পরিসেবা পাওয়ার জন্য এই মেলা আদর্শ হিসেবে পরিগণিত। এই শিল্প সম্পর্কে জানতে এবং নিজস্ব পণ্য প্রদর্শন করতে এবং বিশ্বজুড়ে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই মেলায় অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন