পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) রাইট আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ২০১৫ সালের ২৭ আগস্ট কোম্পানিটির ২:১ হারে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ওই বছরের ১৫ অক্টোবর কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫ টাকা প্রিমিয়াম কমিয়ে প্রস্তাবিত রাইট শেয়ারের অনুমোদন দেয় শেয়ারহোল্ডারা। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন হলো ১০৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন