শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বৃহস্পতিবার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে জবসবিডি.কম-এর সৌজন্যে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত   সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জব্স বিডি.কম-এর সিইও কে. এম. হাসান রিপন, ফেডএক্স জিএসপি বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর এম. এ. মান্নান এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এইচআর কনসালটেন্ট সালেহ ইউ. আহমেদ।
সেমিনারে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর ডিন, প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান; স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান, স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন, প্রফেসর ড. এ. জে. এম. ওমর ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন