শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

জনতা ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট নীতিমালা গ্রন্থের মোড়ক উন্মোচন

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জনতা ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি মোঃ আবদুস সালাম বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘ক্যাশ ম্যানেজমেন্ট নীতিমালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম ফারুক, মোঃ আব্দুছ ছালাম আজাদ, মোঃ নাজিম উদ্দিন ও মোঃ হেলাল উদ্দিনসহ প্রধান কার্যালয়ের সকল জিএম, ডিজিএম এবং জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেক্টরে জনতা ব্যাংকই ‘ক্যাশ ম্যানেজমেন্ট নীতিমালা’ একীভূত করে প্রথম গ্রন্থ আকারে প্রকাশ করেছে। নীতিমালাটি মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ ব্যাংকের গাইড লাইনসের আওতায় প্রণীত হয়েছে। নীতিমালায় লিমিট নির্ধারণ, এখতিয়ার, টেলর পদায়ন, চাবি সংরক্ষণ, সান্ধ্যকালীন ব্যাংকিং, টিটি ডিসকাউন্টিং, ছেঁড়া-ফাটা নোট ব্যবস্থাপনা, ক্যাশ ফিডিং শাখার দায়িত্ব, ক্যাশ পরিবহন ব্যবস্থা, ক্যাশ মনিটরিং, নোট প্যাকেটকরণ ও বাছাই, ধাবত মুদ্রা সংরক্ষণ, ব্যাংকে জাল নোট অনুপ্রবেশ রোধ, নিরাপত্তা, নিরাপত্তা রক্ষী, আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ব্যবস্থাপনা, সতর্কতা, ভল্ট রুম নির্মাণ, সিসিটিভি, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, অটো অ্যালার্ম ইত্যাদি বিষয়সহ অন্যান্য সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন