শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

রুপির নোট বদলে আরও কঠোর হয়েছে ভারত

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক ঃ ৫০০ ও ১০০০ রুপির নোট বদলে আরও কঠোর হয়েছে ভারত সরকার। ব্যাংক থেকে রুপি উত্তোলন সীমিত করা হয়েছে। এখন থেকে একদিনে ২০০০ রুপির বেশি অর্থ তুলা যাবে না। আগে একদিনে এক ব্যক্তি ৪ হাজার ৫শ রুপি বদলে নিতে পারতো। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ড দাস জানান, আরও বেশি মানুষকে বাতিল নোট বদলের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫শ কিংবা হাজার রুপির পুরানো নোট শুক্রবার থেকে সব ব্যাংকেই ২ হাজার রুপির বেশি তোলা যাবে না। খবরে বলা হয়, শুধু রুপি বদল নয়, চেক অথবা আরটিজিএস ট্রান্সফার, নিজের অ্যাকাউন্ট থেকে সপ্তাহে সর্বাধিক ২৫ হাজার রুপি তুলতে পারবেন কৃষকরা। পরিবারে বিয়ে থাকলে, পরিবারের একজন ব্যক্তি নিজস্ব অ্যাকাউন্ট থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে তাকে উপযুক্ত ডকুমেন্ট জমা করতে হবে ব্যংকে। এছাড়া কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা (গ্রুপ সি পর্যন্ত) বেতন নগদ টাকায় নিতে পারবেন। ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া যাবে এবং নভেম্বর মাসের বেতনে সেই অর্থ অ্যাডজাস্ট করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন