শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সারাদেশে উৎসবমুখর আয়োজনে উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০১ এএম

বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ এখন নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। নিয়মিত চর্চায় কোটি মানুষ উজ্জীবিত হচ্ছেন নতুন শক্তি ও উদ্যোমে। নতুন গতি অনুভব করেছেন স্বাস্থ্য ও মনে। ফলে দিন দিন মেডিটেশনের জনপ্রিয়তা বাড়ছে। এমন প্রেক্ষাপটে লাখো ধ্যানীর অংশগ্রহণে গতকাল পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শনিবার সারাদেশে উদযাপিত হয় দিবসটি। বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা ও ধ্যানের বিশেষ আয়োজন। এছাড়া দিনব্যাপী সারাদেশের শাখা-সেলসহ দুই শতাধিক উন্মুক্ত স্থানে এবং ঘরে ঘরে ব্যক্তিগতভাবে লাখো মানুষ সম্মিলিতভাবে অংশ নেন মেডিটেশনে। দিবসটি উপলক্ষে রাজধানীর শিল্পকলার চিত্রশালায় কোয়ান্টামের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু থেকে এসএসসি পরীক্ষার্থীরা দুটি গ্রুপে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন