শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সউদী-ইরান বিরোধে সুইজারল্যান্ডের দুতিয়ালি

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড। সম্প্রতি সউদী এক শিয়া নেতার শিরোñেদ এবং প্রতিক্রিয়ায় তেহরানে সউদী দূতাবাসে আগুন দেওয়ার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন।

কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারে সেজন্যই সউদী আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এক প্রস্তাব গ্রহণ করেছে সউদী সরকার।
সউদী পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের গতকাল (রোববার) জানিয়েছেন সউদী আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। ‘আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি’।
তবে ইরানের সাথে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছেন সউদী পররাষ্ট্রমন্ত্রী।
ওদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে সউদী আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকা- দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে। অন্য দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে।
তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দুতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধে দেয় সুইজারল্যান্ড। সূত্র : বিবিসি।
#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন