মাদরাসার বদলে সাধারণ স্কুলশিক্ষার পক্ষে আবারো যুক্তি তুলে ধরলেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তার দাবি, মাদরাসায় পড়াশোনা করে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে পারবে না শিক্ষার্থীরা। মাদরাসা শব্দটিই বিলুপ্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। রোববার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে হিমন্ত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই (মাদরাসা) শব্দটির অস্তিত্ব থাকবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা ভাবতেও পারবে না বাচ্চারা। বাচ্চাদের যদি বলা যায় যে মাদরাসায় পড়াশোনা করে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না, তবে তারা নিজেরাই সেখানে (মাদরাসায়) যেতে চাইবে না।’ উল্লেখ্য, ২০২০ সালে আসামের সমস্ত সরকারি মাদরাসা তুলে দিয়ে সেগুলোকে স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের সরকার। আসাম সরকারের দাবি, এতে ‘ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা’ গড়ে তোলার পথ সহজ হবে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০২১ সালে গৌহাটি হাইকোর্টে ১৩টি আবেদন জমা পড়ে। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন