নিরাপদ নগর দিবস আজ। ২০১৯ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে এ দিবসটি পালন করে আসছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)।
২০১৫ সালের ২৪ মে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকেই ওই দিনটিকে নিরাপদ নগর দিবস হিসেবে পালনের জন্য দাবি করে আসছিল সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও তারা পালন করছিল। ২০১৯ সালে জাতীয় প্রেস ক্লাবে ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম ২৪ মে দিনটিকে নিরাপদ নগর দিবস হিসেবে ঘোষণা দেন। দিবসটি উপলক্ষে আতিকুল ইসলাম নিরাপদ নগর দিবসের সফলতা কামনা করেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন এক বিবৃতিতে বলেন, আমরা বাসযোগ্য ও নিরাপদ ঢাকা চাই। আমরা চাই এই শহরে মানুষ আনন্দে বেচে থাকুক। শহরের মানুষের আবাস্থল ও কর্মস্থল নিরাপদ রাখার দায়িত্ব সিটি কর্তৃপক্ষের। তাদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। তাহলে নিরাপদ নগর প্রতিষ্ঠার কাজ অনেকটা এগিয়ে যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন