তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা "প্রত্যাশিত পর্যায়ে" ছিল না এবং জঙ্গীবাদকে মদদ দেয়া দেশগুলোকে তুরস্ক সমর্থন দিতে পারে না।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের রোববার (২৯ মে) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
এর আগে, সুইডেন এবং ফিনল্যান্ড পশ্চিমা প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আপত্তি জানিয়েছিল তুরস্ক। এরদোগানের সর্বশেষ এ মন্তব্য সেই বিরোধিতাকে অব্যাহত রাখার ইঙ্গিত দিলো।
এরদোগান আরও বলেন, যেসব দেশ জঙ্গীদের মদদ ও আশ্রয় দেয় তাদের ন্যাটোতে যুক্ত করে আমরা আগে যে ভুল করেছিলাম সেটি আবার করতে পারব না। এটি একটি নিরাপত্তা সংগঠন।
তিনি বলেন, তুরস্ক যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান দেখতে চায়, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও নেতিবাচক হয়ে উঠছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন