শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নাই। আইএস, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এসব জঙ্গিগোষ্ঠি মানুষ হত্যা করে কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়?
প্রশ্ন রাখেনÑ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য মো. আমিনুল ইসলাম আমিন প্রশ্ন রেখে বলেন, ইসলামের শিক্ষা তো তা নয়। ইসলামের নবী মুহাম্মদ (সা.) শান্তির কথা প্রচার করেছেন। শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কোরআন হাদীসের কোথাও জঙ্গি পন্থায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়নি।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার-এর ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মো. আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।
দক্ষিণ চট্টগ্রামের তুখোঁড় এই বক্তা বলেন, জঙ্গিগোষ্ঠি ইহুদি চক্রের মদদে ইসলামের লেবাসে ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এদের চিহ্নিত করতে হবে। তারা ইসলামের শত্রু।
মানুষ ‘হক্কুল এবাদ’ সম্পর্কে অবগত হলে পুরো পৃথিবীটাই ‘স্বর্গ’ হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
১৩ জুলাই বুধবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী।
ফিল্ড সুপারভাইজার সাইফুদ্দিন খালেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ইফার মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী, ইমাম প্রশিক্ষণ একাডেমীর প্রশিক্ষক মাওলানা মো. জাকির হোসাইন, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার ইমাম মোয়াজ্জেন কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ মাওলানা সালাহউদ্দিন মো. তারেক, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার, কওমী ও আলীয়া উলামা মাশায়েখ সমিতির সভাপতি মাওলানা মো. রফিউদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন