আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জুনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন ও বিএনপির নেতারা বৈঠকে বসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীকাল আমরা গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করব।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক ঐক্য ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন