শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

২০১৭ সালে চতুর্থ বারের মতো নির্বাচনের ঘোষণা অ্যাঙ্গেলা মার্কেলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৪২ পিএম

দশ লাখের বেশি অভিবাসীর অন্তঃপ্রবাহ, অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা ও উগ্র-ডানপন্থীদের উত্থানে ধুঁকতে থাকা জার্মানিতে আসন্ন ২০১৭ সালের নির্বাচনে চতুর্থ বারের মতো প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সকালে তিনি নির্বাচনে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ)কে নেতৃত্ব দেবার ঘোষণা দেন। বিশ্বের ক্ষমতাবান মহিলাদের তালিকায় থাকা ৬২ বর্ষীয় এই নেত্রী ২০০৫ সাল থেকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তিধর দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৫৯ শতাংশ মানুষ তার পুনঃনির্বাচনের পক্ষে সমর্থন দিয়েছেন। তিনি চতুর্থ বারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করলে পূর্বসূরী হেলমুট কোহলের সমান হয়ে যাবেন যিনি ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পর এ দেশটির নেতৃত্বে ছিলেন।
সমর্থকরা বলেন, তিনি ইউরোপের রাজনীতিতে বহু-প্রত্যাশিত স্থিতিশীলতা আনয়নের প্রস্তাব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার ফলে এ ধরনের অস্থিতিশীলতার উদ্ভব হয়েছে।
সিডিইউ’র উপনেতা জুলিয়া ক্লোয়েকনার গতকাল বলেছেন, ‘তিনি সস্তা জনপ্রিয়তার পরিবর্তে আধুনিক ও মধ্যপন্থার পক্ষে অবস্থান নিয়েছেন’। মিস ক্লোয়েকনার বলেন, ‘টালমাটাল অবস্থায় দেশে তিনি স্থিতিশীলতা ও বিশ্বস্ততা প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি উগ্র-জাতীয়তাবাদীদের হাত থেকে সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন’। সূত্র : দ্য টেলিগ্রাফ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন