দীর্ঘ ৬০ বছর অভিজ্ঞতাসম্পন্ন কীটপতঙ্গনাশক পণ্যের জন্য বিশ্বখ্যাত কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক এস সি জনসন প্রাইভেট লিমিটেড, এসিআই এর সাথে যৌথভাবে এদেশের জনসাধারণের জন্য বিভিন্ন সমাধান নিয়ে আসছে এবং মশা নিধনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা মশা বাহিত কাঁমড়ে হয়ে থাকে যেমন, ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া (ভাইরাস) ইত্যাদি। রোববার লা মেরিডিয়ান হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন “বø্যাক ফাইটার জাম্বো” কয়েলের উদ্বোধন করা হয়। এসিআই কনজ্যুমার ব্রান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বলেন, “বাংলাদেশে মশার ক্রমবর্ধমান সংক্রমণে ভালো মানের মশার কয়েলের চাহিদা দিন দিন বাড়ছে।” জনসাধারণের এই সুযোগকে একশ্রেণির অসৎ ব্যবাসায়ীগণ দেশীয় ও চীনের তৈরি নি¤œমানের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব কয়েল বাজারজাত করে আসছে, যাতে রয়েছে অত্যন্ত বিষাক্ত ও ক্ষতিকর উপাদান। এতে উপস্থিত ছিলেন এস সি জনসন প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মি. মানিষ রয়, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের জেনারেল ম্যানেজার (সেলস) জাকির হোসেন, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ আলমগীর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্র্যান্ড ম্যানেজার জিসান রহমান এবং এস সি জনসন প্রাইভেট লিমিটেডের অ্যাসোসিয়েট ম্যানেজার মি. গৌরব শর্মা প্রমুখ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন