বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সাধারণ মানুষের মধ্যে বীমা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়েক মাস আগেই রাজধানীতে ‘জাতীয় বীমা মেলা’ আয়োজন করে। এতে সাড়া পাওয়ায় এবার দেশের সব বিভাগে বীমা মেলার আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। আইডিআরএ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘বিভাগীয় পর্যায়ে বীমা মেলা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে (ডিসেম্বর) রাজশাহী বিভাগে বীমা মেলা করার পরিকল্পনা চলছে। এরপর পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোতে মেলা করা হবে। বীমা মেলার প্রধান লক্ষ্য সাধারণ মানুষকে বীমা সম্পর্কে সচেতন করা ও বীমা সম্পর্কে সবাইকে প্রশিক্ষণ দেয়া। আইডিআরএ সূত্র জানিয়েছে, বিভাগীয় পর্যায়ে মেলার পর আগামী বছরের মধ্যে দেশের সব জেলায় মেলা আয়োজন করারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। এর পরের বছর ২০১৮ সালের মধ্যে প্রতি উপজেলায় বীমা মেলা হবে। প্রতি বিভাগের সার্কিট হাউজে মেলা অনুষ্ঠিত হবে। এতে কোম্পানিগুলোর স্টল থাকবে। থাকবে বিভিন্ন সেমিনার। বিশেষ ছাড়ের মধ্যে দিয়ে পলিসি করা হবে। তিনি বলেন, ‘প্রবিধানের আলোকে দেশের সব মানুষকে বীমা সর্ম্পকে জানাতে ও সচেতন করতে এসব মেলা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন