বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সীতাকুন্ড ট্রাজেডিতে আহতদের দেখতে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও বিএনপি নেতা ড. ওবায়দুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ২:৩২ পিএম | আপডেট : ৩:১৪ পিএম, ৮ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রোগীদের সার্বিক শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতাল প্রাঙ্গনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
 
বুধবার (০৮ জুন) দুপুর সাড়ে ১২টায় তিনি হাসপাতালের পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন সকল রোগীর শয্যাপাশে ঘুরেঘুরে তাদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের জরুরি যেকোন প্রয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উক্ত ওয়ার্ডের বাহিরে অবস্থানরত রোগীর স্বজনদের সাথে তিনি দেখা করেন এবং সহমর্মিতা প্রকাশপূর্বক তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারিক ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাইফুল আলম বাদশা।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন