রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে যুবলীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি হাতাহাতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


চট্টগ্রাম লালদীঘি ময়দানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের শোভাযাত্রার আগে সমাবেশের এক পর্যায়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে মঞ্চ থেকে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সমাবেশে বক্তব্য রাখছিলেন। এসময় যুবলীগ সদস্য ওয়াসিম উদ্দিনের অনুসারী, কাউন্সিলর মোবারক আলীর অনুসারী এবং দেওয়ানবাজার ওয়ার্ড যুবলীগের পৃথক তিনটি মিছিল একসঙ্গে মাঠে প্রবেশ করে। এসময় হঠাৎ করে সমাবেশস্থলের পেছন দিকে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হয়। এ সময় মঞ্চে প্রধান অতিথি ড. অনুপম সেন বসা ছিলেন। উত্তেজনা শুরুর পর নগর যুবলীগের নেতারা মঞ্চ থেকে বারবার তাদের শান্ত হওয়ার আহ্বান জানান। আনুমানিক ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়।
সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, পদ-পদবী ব্যবহার করে নিজেকে জাহির করে, ব্যক্তির নামে সেøাগান দিয়ে নেতা হওয়া যায় না। ব্যক্তিবন্দনা করলে সংগঠন হবে না, নিজের নেতৃত্বও গড়ে উঠবে না। নেতৃত্ব সৃষ্টির জন্য ইতিবাচক কর্মের মধ্য দিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে।
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন