রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ শেষ হয়েছে। মোট আবেদন সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ছড়িয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। চলে ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। এবার তিনটি (এ,বি,সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। চারটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। এবার চূড়ান্ত আবেদন ফি ইউনিট প্রতি ১ হাজার ১০০ টাকা। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন