গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, প্রস্তাবিত এই বাজেট জনবান্ধব নয়। এ বাজেটে সরকারের লুটপাট আরও বাড়বে। এতে লুটপাটকারীরা আরও সম্পদশালী হবে এবং নিম্ন-মধ্যবিত্ত আরও গরীব হবে। লুটপাট, চুরি না কমলে জনগণ কোন সুফল পাবে না। গতকাল টেলিফোনে ইনকিলাবের সাথে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ড. রেজা কিবরিয়া বলেন, ভোটারবিহীন এ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। তাই তারা জনগণের কথা ভাবে না। প্রস্তাবিত বাজেটে এটা আবার প্রমাণ হয়েছে। তারপরও বলবো যদি লুটপাট কম হয়, চুরিটা একটু কম করে, ৪০ শতাংশ চুরির হার এটা কমিয়ে যদি ১০ শতাংশ করে তাহলেও অনেক সমস্যার সমাধান করা যাবে। লুটপাট, চুরি যদি কমানো না যায় তাহলে যত বড় বাজেটই হোক না কেন তাতে জনগণ কোন সুফল পাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন