শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

১৭ জুন দেশব্যাপী বিক্ষোভ

সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৫ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত ও খেলাফতের জন্য। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই। জনগণ নিরপেক্ষ স্বচ্ছ ও সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ চায়। তাই সরকার ও নির্বাচন কমিশনকে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৭ম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানান। গুলিস্থান কাজী বশির মিলনায়তনে যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা যৌথ পরিচালনায় অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, প্রস্তাবনা পেশ করেন কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুর রহমান, সদস্য মাওলানা আবুল কালাম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মুসা, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মাওলানা সাব্বির আহমদ উসমানী, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ওলিউল্লাহ ও মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, চাল, ডাল তেলসহ দ্রব্যমূল্য আকাশচুম্বী যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙ্গে, সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
সভায় ভারতে মহানবী (সা.) ও আম্মাজান আয়েশা (রা.) সম্পর্কে কুরুচি মন্তব্য করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি ১৭ জুন শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল, কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল ইসলামী নেতা কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা এবং ১১৬ জন আলেম,১০০০ মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগকারীদের শাস্তির ব্যবস্থা করার দাবিতে ২৯ জুন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানে কর্মসূচি ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন