শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সনি-র‌্যাংগ্সের ‘ইয়ার ইন্ড মেগা এক্সপ্লোসিভ সেল’ নতুন বিক্রয় কার্যক্রম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

র‌্যাংগ্স ইলেকট্রনিকস্ লি. যা ‘সনি-র‌্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, সম্প্রতি সোনারতরী সিটিপি, সোনারতরী টাওয়ার (নিচ তলা), ১২ সোনারগাঁও রোড, ঢাকা-১০০০-এর ‘ইয়ার ইন্ড মেগা এক্সপ্লোসিভ সেল’ শিরোনামে তাদের নতুন বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। র‌্যাংগ্স ইলেকট্রনিকস লি.-এর জেনারেল ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড সেল্স- তানভীর হোসেন উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে সিনিয়র ম্যানেজার, মার্কেটিং- মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেল্স ম্যানেজার- সারওয়ার জাহান চৌধুরীসহ র‌্যাংগ্স ইলেকট্রনিক্স লি.-এর অন্যান্য উর্ধŸতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল-এর সাংবাধিকবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই নতুন বিক্রয় কার্যক্রমের আওতায় সনি ও র‌্যাংগ্স-এর অন্যান্য পণ্যে রয়েছে নানান আকর্ষণীয় অফার-মডেল ভেদে সনি-এর পণ্যে রয়েছে ৩০% পর্যন্ত নানা পর্যায়ের মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার ০৫ বছরের ওয়ার‌্যাটিসহ বাজারের সেরা এলইডি টিভি সবচেয়ে কম মূল্যে র‌্যাংগ্স এল ইডি টিভি, সাথে মডেল ভেদে র‌্যাংগ্স-এর সকল পণ্যে বিশাল মূল্যছাড় নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত ইন্টারেস্ট ছাড়াই সর্বোচ্চ ১২ (বার) কিস্তিতে পণ্য ক্রয়ের আকর্ষণীয় সুযোগ। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন