মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নগরীর ঝাউতলা সর্দার বাহাদুর নগর বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আলোকিত মানুষ হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। সনদ আর পাশ করার জন্য পড়াশুনা নয়, পড়াশুনা হতে হবে জ্ঞান অর্জনের জন্য। মনে রাখতে হবে, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। প্রধান শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন