সারাদেশের মতো আগামী ২২ জুন থেকে চট্টগ্রামেও শুরু হচ্ছে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। এই কর্মসূচির আওতায় চট্টগ্রামে পাঁচ লাখ ৩৫ হাজার পরিবার পাবে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য সামগ্রী। এই কর্মসূচি চলবে ৫ জুলাই পর্যন্ত। টিসিবি থেকে জানানো হয়, এবার পণ্য তালিকায় থাকা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা করে বিক্রি করা হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে একজন ডিলারের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলোর মাঝে এসব ন্যায্যমূল্যের পণ্য দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন