দেশের শীর্ষ স্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের আউটলেট ভিশন এম্পোরিয়াম ‘ডায়মন্ড অফারের’ বিজয়ীদেরকে পুরস্কৃত করেছে। রাজধানীর বাড্ডায় আরএফএলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য ‘ডায়মন্ড অফার’-এর আয়োজন করে ভিশন এম্পোরিয়াম। ভিশন এম্পোরিয়ামের আউটলেট থেকে ন্যূনতম ১ হাজার টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি কুপন পেয়েছেন। তাদের মধ্যে থেকে নির্বাচিত পাঁচজনকে এসব পুরস্কার প্রদান করা হলো। বিজয়ীদের মধ্যে নোয়াখালির মো. হোসেন প্রথম পুরস্কার ডায়মন্ডের নেকলেস পেয়েছেন। অন্যান্যরা এলইডি টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন ও স্মার্ট ফোন জিতেছেন। এসময় আরএফএল গ্রুপের পরিচালক আরএন পাল, ভিশন এম্পোরিয়ামের ইনচার্জ রাহাত জাহান শামীম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন