চট্টগ্রামের রাউজান উপজেলার লোকালয়ে খাবারের সন্ধানে এসে একটি অজগর ধরা পড়েছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মহামুনি গ্রামে জনৈক টুটুল বড়–য়ার মুরগির খামারে এই সাপটি স্থানীয়দের হাতে ধরা পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শী হিমাদ্রি মুৎসুদ্দি কাকন জানান, টুটুল বড়–য়া প্রতিদিনের মত মুরগির খামারে গেলে দেখতে খামারের চারপাশে ঘেরা দেওয়া জালে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ পেঁচিয়ে রয়েছে। সে তখন আশেপাশের লোকজনকে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে। পরেরদিন বিকালে স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে আর্য সত্য বিমুক্তি বিহার সংলগ্ন পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়। স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে প্রবেশ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন