আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নেতারা কথা বলে বেশি, কাজ করে কম। দূযোর্গে তারা মানুষের কোন পাশে দাঁড়ায় না। অসহায় মানুষের পাশে থাকে না। কিন্তু বেশি বেশি কথা বলেন। আওয়ামী লীগ একমাত্র সংগঠন যারা মানুষের যে কোনো দূযোর্গ-দূর্বিপাকে পাশে থাকে। সরকার ও দল সমানভাবে কাজ করে। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী, নৌকা বিতরণ অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি একথা বলেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা একটা দূর্যোগ মোকাবিলা করে চলেছি। সিলেট-সুনামগঞ্জ পাহাড়ি ঢলে আকস্মিক প্লাবিত হয়েছে। মানুষ গৃহবন্দী হয়ে পরেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী উদ্ধার কাজে সেনাবাহিনী, নৌ বাহিনী ও জেলা-উপজেলা প্রশাসনকে নিদের্শ দিয়েছেন। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর নিদেশ দিয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাহায্য সহযোগীতার পাশপাশি খাদ্য বিতরণ করছেন। উদ্ধার কাজেও এগিয়ে আসছেন। দল ও সরকার কেউ বসে নেই। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সরকার নাকি হাত গুটিয়ে আছে। নানক ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কথা বলেন বেশি, কাজ করেন কম। আর আওয়ামী লীগ কাজ করে বেশি, কথা বলে কম। করোনার সময় আপনারা জনগণের পাশে দাঁড়াননি। যখন মায়ের লাশ ধরছিল না সন্তান, তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ত্রাণ উপকমিটির নেতাকর্মীরা করোনায় মানুষের পাশে ছিল। লিভ সার্ভিস দেবেন না। মানুষের পাশে দাঁড়াতে না পারলে কথা বলা বন্ধ করুন। সরকারকে কাজ করতে দিন। সরকার ও দল সমানভাবে বানভাসী মানুষের জন্য কাজ করে চলেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন