শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৯:২৭ পিএম

আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৯২০ জন নিহত ও ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে খোস্ত শহর থেকে ৪৪ কি:মি: দূরে একটি স্থানকে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের এবং ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মুফতি মো. রফিকুল ইসলাম।

আজ বুধবার পৃথক পৃথক শোকবাণীতে নেতৃবৃন্দ ভূমিকম্পে নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আফগান সরকারের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে নেতৃদ্বয় বিশ্ব নেতৃবৃন্দকে এই দুর্যোগকালীন মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন