বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্যার্তদের সঙ্গে রসিকতা করছে সরকার : মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সিলেট-সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের অন্যান্য এলাকার বন্যাকবলিত মানুষের সঙ্গে সরকার রসিকতা করছে। এটা খুবই দুঃখ জনক। যেখানে কোটি মানুষ বন্যায় অবহেলিত সেখানে কীভাবে সরকার ৬০ লাখ টাকা বরাদ্দ দিতে পারে। এর থেকে বেশি টাকা তো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দিচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে গতকাল ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির বেপারী। মান্না বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই। নির্দলীয় বুঝি না, নির্বাচনকালীন এমন একটি সরকার থাকবে যেই সরকার স্বাধীনভাবে সব জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে পারবে। শুধু তাই নয়, অতীতেও ফখরুদ্দীন ও মঈনুদ্দিন সরকার তিন মাসের কথা বলে দুই বছর সময় ক্ষেপণ করে একটি নতজানু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করেছিল। তিনি বলেন, আগামীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তাহলেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে যেভাবে ঢাকঢোল পিটিয়ে ভারতীয় শিল্পীদের দেশে এনে নাচ-গানের চিন্তা করছে, এগুলোর জন্য একদিন জবাবদিহিতা করতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে মানুষের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন, অন্যথায় পরিণতি খুব ভয়াবহতা হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, শাজাহান মিয়া সম্রাট, সাংস্কৃতিক দলের সহ-সভাপতি তাজুল ইসলাম সেলিম, বাকের হোসেন, মৎসজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন