মিডিয়া মোগল রুপার্ট মারডক (৯১) অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হলের (৬৫) দাম্পত্যজীবনের অবসান ঘটতে যাচ্ছে। বিয়ের ছয় বছরের মাথায় দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিচ্ছেদের খবরে দুইজনের পরিবারই রীতিমতো হতাশ বলে জানা গেছে।
মার্ডক প্রথম বিয়ে করেন প্যাট্রিসিয়া বুকারকে, ১৯৫৬ সালে। মার্ডকের বয়স তখন মাত্র ২৫। এই বিয়েতে মায়ের মত ছিল না। বিয়ের দু’বছরের মধ্যে তারা একটি কন্যা সন্তান জন্ম দেন। সম্পর্ক টিকে ছিল টানা ১১ বছর। এক বছর বাদে পরে প্যাট্রিসিয়াকে তিনি ডিভোর্স দেন। এর পর মার্ডক সাংবাদিক আন্না টর্ভকে বিয়ে করেন। সম্পর্ক টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত। ফের বিচ্ছেদ। জানা গিয়েছে, আন্না টর্ভ মার্ডকের মালিকানাধীন ডেইলি মিরর পত্রিকার সাংবাদিক ছিলেন। তাদের তিন সন্তান। সবশেষ ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয় মারডকের।
তবে জেরি হল সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের সঙ্গে ২৩ বছর একসঙ্গে ছিলেন। জ্যাগার ও হলের চারটি সন্তান আছে।’ ১৯৯৯ সাল থেকে তারা আলাদা থাকা শুরু করেন। ২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় জেরি ও মারডকের। বিয়ের দিনে মারডক টুইটে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ। মারডক ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তার পরিবারের সদস্যরা। তবে এ বিচ্ছেদ মারডকের মিডিয়া সাম্রাজ্যকে প্রভাবিত করার সম্ভাবনা কম, যার মধ্যে ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান এবং স্কাই নিউজ অস্ট্রেলিয়ার মূল সংস্থাগুলোর অংশীদারি অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন