শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পদ্ম সেতুতে দাঁড়িয়ে আওয়ামী লীগের তওবা করা উচিত

ব্যারিস্টার তাসমিয়া প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, পদ্মাসেতুর উদ্বোধনকে আমরা ধন্যবাদ জানাই তবে পদ্মাসেতুসহ অতীতের সকল দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের তওবা করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মাসেতু হয়েছে। কেউ যদি পদ্মাসেতুকে পৈত্রিক সম্পত্তি মনে করে বিরোধী নেতাদের পানিতে ফেলে দিতে চান, তাহলে তাদের মনে রাখা ভাল এদেশে বহু ক্ষমতার পতন হয়েছে। শুধু সময়ের অপেক্ষায় আওয়ামী লীগ সরকারের পতন হবে। ইনশাআল্লাহ। গতকাল শুক্রবার যুব জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের ইতিহাস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, বিশ্ববাসী দৃষ্টিকে ভিন্ন দিকে নিতে সরকারের এজেন্সিরা ২৫ জুন কি খেলার পরিকল্পনা করছেন জানিনা। তবে মনে রাখুন সভ্য রাজনীতিকে হত্যা করে নোংরা রাজনীতির সূচনাই পলাশীর ইতিহাস। পলাশী যুদ্ধের সূচনা থেকেই বাংলাদেশে নোংরা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে। তাই পলাশী দিবস থেকে শিক্ষা নিয়ে নব্য ঘষেটি বেগমদের রুখে দিতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে। তিনি আরো বলেন, পদ্মাসেতুর গায়ে হলুদ মাখেন, রঙ মাখেন বা উদ্বোধন করেন সেটা আফসোস নয়! আফসোস সিলেটসহ দেশের ১৫ জেলার বানভাসিরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে।
যুব জাগপা›র সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা›র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি রাশেদ প্রধান, ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিম, মোঃ নাসির উদ্দিন, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন