শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিচারিক তদন্তের নির্দেশ

ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার করে থানায় নির্যাতন

কোর্ট রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করার মামলায় রাজধানীর ওয়ারী থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. মোস্তফা কামাল বাদী হয়ে এ মামলা করেন।
পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলায় দুই আসামি হলেন ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলীম সিকদার ও এ এস আই সফিকুল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২১ নভেম্বর সকালে ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেটের পশ্চিম উত্তর কোনে বাদীকে বিনা কারণে পথরোধ করে আসামিরা। পরে বাদী কারণ জানতে চাইলে এ এস আই সফিকুল ইসলাম জানায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট আছে। তখন বাদী নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ওয়ারেন্ট দেখতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে জামার কলার ধরে গাড়িতে ওঠায়। বাদীর হাতে হাতকড়া লাগিয়ে এলপাথাড়ি মারধর করতে থাকে এবং এ এস আই সফিকুল ইসলাম এক লাখ টাকা দাবি করে। এরপরে থানা হাজতে নিয়ে ওয়ারি থানার ওসি অপারেশন আলীম সিকদার মারধর করে বাদীকে জখম করে আদালতে পাঠিয়ে দেয়। আদালতে মামলার নথিপত্র দেখে বলেন অ্যাডভোকেট মো. মোস্তফা কামালের বিরুদ্ধে কোন  গ্রেফতারি পরোয়ানা নাই। এ কারণে তাকে তাৎক্ষনিক মুক্তির আদেশ দেওয়া হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন