শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা

একজনকে গ্রেফতার করেছে সিআইডি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৩ এএম

বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. আলমগীর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত রোববার গাজীপুর কালিয়াকৈরের সফিপুরে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি বলছে, কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নামেও ফেসবুক আইডি খুলে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরি দেয়ার কথা ও বিভিনড়ব সমস্যার সমাধান করে দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করতো বলে অভিযোগ রয়েছে।
গতকাল সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, আলমগীর বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে মন্ত্রীর ছবি ও বিভিনড়ব কর্মসূচির ছবি পোস্ট করে আসছে। মন্ত্রীর বিভিনড়ব অনুষ্ঠান ও গণসংযোগমূলক কর্মকাণ্ডের পোস্টে প্রচুর লাইক, কমেন্ট ও শেয়ার হতো। ফলে এই আইডিকে আসল বলে মনে করতো অনেকেই।
তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে সিআইডি সাইবার পুলিশ বিষয়টি অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছে যে সে বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চাকরিপ্রত্যাশীদের, বিশেষ করে নারীদের টার্গেট করে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Khan Raju ২৮ জুন, ২০২২, ৬:১৬ এএম says : 0
ভালোই মুন্সিয়ানা দেখিয়েছে
Total Reply(0)
Shafiul Alam ২৮ জুন, ২০২২, ৬:১৭ এএম says : 0
অসাধারন প্রতিভা এভাবে অকালে ঝরে যাচ্ছে আইনের জন্য।
Total Reply(0)
সাইফুল ইসলাম সাইফুলইসলাম ২৮ জুন, ২০২২, ৬:১৭ এএম says : 0
ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কেউ এমন ধরনের ঘটনা ঘটাতে না পারে
Total Reply(0)
দুনিয়া আখেরাত ২৮ জুন, ২০২২, ৬:১৭ এএম says : 0
কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে করে আর কেউ এই ধরনের বিকৃত রুচির ঘটনা ঘটাতে না পারে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন