ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যম্পাসে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে বিশ্ববিদ্যালয়ের সবাই নীচে নেমে খোলা চত্বরে জমায়েত হন। সেখানে শিক্ষক–শিক্ষার্থীদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার পরে উদ্ধার তৎপরতা এবং আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন।
এই অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এম এম শহিদুল হাসান। তিনি বলেন, কবে আগুন লাগবে আমরা কেউ জানি না, কিন্তু আগুন লাগলে কী করতে হবে তা আমরা জানলাম। এই মহড়ার ফলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেক কমবে। এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রোভিসি, ট্র্যাজারার, রেজিস্ট্রার, প্রকৌশলীগণ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন