দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলাধীন শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলার ভারতের সীমান্তবার্তী এলাকা মিরুয়া খোলা, সুনামগঞ্জ সদরের লালপুর ও শহরতলী এলাকাসহ প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের অসহায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল সংগঠনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সেখানে অবস্থান করে পায়ে হেটে, নৌকা ও বিভিন্ন যান যোগে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বানভাসিদের সমবেদনা ও সহমর্মিতা জানানোর পাশাপাশি ধৈর্য্যধারণের অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বিশ্বনাথ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহম্মদ, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা সারওয়ারে জাহান, সিলেট মহানগরীর সভাপতি ভাইস-প্রিন্সিপাল মাওলানা কুতুবুল আলম, সুনামগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন