ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পরে দেশটিতে সৃষ্ট অস্থিরতায় নতুন মাত্রা যোগ করলো দেশটির অর্থমন্ত্রণালয়ের এক ঘোষণা। সম্প্রতি দেশটির অর্থমন্ত্রণালয় এক ঘোষণায় জানায় আজ শনিবার থেকে আর নোট বদল করা যাবে না। তবে আজ থেকে নোট বদলের এই সিদ্ধান্ত কার্যকর হলেও হাসপাতাল, পেট্রোল পাম্প বা ওষুধের দোকানের মতো জরুরি সেবার জায়গাগুলিতে পুরনো নোট দেওয়ার মেয়াদ বাড়িয়ে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আগের ঘোষণা অনুসারে গত বৃহস্পতিবার এই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ১৫ ডিসেম্বর পর্যন্ত ওইসব জায়গাগুলিতে পুরনো নোট দেওয়া যাবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওইদিন থেকে আর কোনো পুরনো ৫শ বা ১ হাজার রুপির নোট বদলে নতুন নোট নেওয়া যাবে না। খবরে বলা হয়েছে, ব্যাংকগুলিতে ভিড় কমাতেই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। ৫০০ এবং ১০০০ টাকার রুপি বাতিল করার সিদ্ধান্তের পর জানানো হয়েছিল পরিচয় দেখিয়ে ব্যাংক থেকে চার হাজার টাকার পুরানো নোট বদলে নেওয়া যাবে। পরে অবশ্য বলা হয় ৪ হাজার টাকা থেকে তা বাড়িয়ে ৪ হাজার ৫শ টাকা বদল করা যাবে। কিন্তু নোট বদলের সুযোগের অপব্যবহার হচ্ছে বলে তা নিয়ন্ত্রিত করতে একবার নোট বদল করতে আসলে তাকে চিহ্নিত করার জন্য ভোটের মতো আঙুলে কালি দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন