শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

পিজিপিএন স্নাতকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১৬ এএম, ২৬ নভেম্বর, ২০১৬

সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রিশন (পিজিপিএন)’ স্নাতোকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠান এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট (এন এন আই) এক বছরব্যাপী এ সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। কোর্সটিতে সারাবিশ্ব থেকে ৪ হাজার ৩শ’ জন চিকিৎসক অংশ নেন। বিগত বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও এ বছর ৩শ’ জন শিশুরোগ বিশেষজ্ঞ এ কোর্সে অংশগ্রহণ করেন। সনদ বিতরণের মাধ্যমে বছরব্যাপী এ সম্মাননা কোর্সের সমাপনী এবং একটি কর্মশালার আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এম পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডা. এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিকাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চের প্রাক্তন ডিন অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া এবং ভারতের এমএম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুনীত সি. সিঙ্ঘি। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হামিদুর রহমান এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এর ডিরেক্টর ডা. মাহমুদ উজ জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের কোর্স এন এন আই’র নেয়া অত্যন্ত সময়োপোযোগী একটি উদ্যোগ। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ আমাদের দেশে শিশুরোগ চিকিৎসা সেবাদানের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। পাশাপাশি, এ কোর্স জ্ঞানসম্পন্ন, পেশাদার এবং দায়িত্বশীল শিশুরোগ বিশেষজ্ঞ গড়ে তুলতে ভ‚মিকা রাখবে। যারা শিশুর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। এমন কার্যকরী একটি উদ্যোগ নেয়ার জন্য আমি নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট ও বোস্টন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে সঠিক জ্ঞান প্রদানের মাধ্যমে শিশুরোগ বিশেষজ্ঞদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যেই বছরব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়। এমনভাবে এ কোর্সটি পরিকল্পনা করা হয়েছে যার মাধ্যমে, পুষ্টি ও শিশুস্বাস্থ্যের মূল বিষয়গুলোর সর্বশেষ ও প্রাসঙ্গিক তথ্য এবং প্রায়োগিক জ্ঞান নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে অনলাইন উপস্থাপনা, বক্তৃতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন ও সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এ কোর্সের সনদধারীরা পিজিপিএন অ্যালামনাই সদস্য হিসেবে থাকবেন। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন