মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দ্বায়বদ্ধতা কর্মসূচি “স্বপ্ন সারথি”-এর অংশ হিসেবে খুলনার কেডিএ স্কুল এন্ড কলেজ-এর ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আহসানুল হক মিয়া, এনডিসি, চেয়ারম্যান, কেডিএ, আজাদ শামসী, এমটিবি আদার ডিভিশন শাখাসমূহের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, এমটিবি’র পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এমটিবি ইতোমধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, জয়পুরহাট, ধোড়করা বাজার, রামচন্দ্রপুর বাজার, লালমনিরহাট, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, সিরাজগঞ্জ, ফেনী, ঈশ্বরদী এবং সদ্য বিলুপ্ত ছিটমহলসমূহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এক হাজারটিরও বেশি সাইকেল বিতরণ করেছে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন