শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১০ লাখ টাকা দাম ‘রাজ বিক্রমপুরীর’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

এবারের ঈদুল আজহায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনায় ‘রাজ বিক্রমপুরী’ ও ‘রাজাবাবু’। সিরাজদিখান উপজেলা মালখানগর ইউনিয়ন আরমহল গ্রামের বাসিন্দা পলাসের গৃহপালিত গরু ‘রাজ বিক্রমপুরী’। গরুটি যেমন উচু লম্বা, ঠিক তেমনি দেখতেও। এক নজর দেখলেই পছন্দ হবে যে কারো। ফিজিয়ান জাতের এ গরুটির ওজন ৩০ মন। মালিক গরুটির মূল্য চাইছেন ১০ লাখ টাকা। গরুটির মালিক পলাশ জানান, আমার এই গরুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়ে থাকে। তিনি বলেন, এবার বিক্রির জন্য হাঁটে উঠানোর চিন্তা নেই। কেউ যদি বাড়ি থেকে নিতে চায় তাহলে আমি নিজ পৌঁছে দিয়ে আসবো। হাটে নিলে লোকবলসহ অনেক অর্থ খরচ হয় আর তাই আমার এই সখের গরুটি আমি বাড়ি থেকেই বিক্রি করতে আগ্রহী।

এদিকে সিরাজদিখান উপজেলা ইছাপুরা ইউনিয়ন পশ্চিম শিয়ালদী গ্রামে কুন্ড বাড়ির শ্রীদামকুন্ড ‘রাজাবাবু’ নামের গরুটির লালনপালন করে আসছেন দীর্ঘ ৪ বছর যাবত। তিনি বলেন, রাজাবাবু কে খোল, ভুষি ও ঘাস খাওয়ানো হয়। ফিজিয়ান জাতের রাজাবাবুর ওজন ৮০০ কেজির উপরে। গরুটি হাঁটে উঠানো হবে না, যদি কোন ক্রেতা বাড়ি থেকে এসে নিয়ে যায় তাহলে বিক্রি করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন