শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

যৌথভাবে গাড়ি উৎপাদনের চিন্তা করছে তিনদেশ

যন্ত্রাংশস্বল্পতা ও দাম বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কমছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরান, তুরস্ক ও রাশিয়া খুব শিগগিরি যৌথভাবে গাড়ি উৎপাদন করতে পারে। এ বিষয়ে এরইমধ্যে বেসরকারি শিল্পখাত থেকে তিন দেশের সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পর্ক রয়েছে- ইরানের এমন একজন ব্যবসায়ী এ তথ্য দিয়েছেন। ইরানের গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মাদ রেজা নাজাফি মানেশ রোববার বলেন, তুর্কি শিল্প-কারখানা থেকে প্রথম এ ধারণা সামনে আনা হয়। যৌথভাবে গাড়ি নির্মাণ করার জন্য তারা ইরান ও রাশিয়ার সঙ্গে একটি কনসোর্টিয়াম প্রতিষ্ঠার কথা বলেছে। রাশিয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। রেজা নাজাফি মানেশ বলেন, “তিন দেশের শিল্প বিষয়ক কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি তিন দেশের এই সম্ভাবনা বাস্তবে রূপ দেয়ার ক্ষমতা আছে।” তিনি বলেন, যন্ত্রাংশ নির্মাণ করার বিষয়ে তুরস্কের হাতে সক্ষমতা রয়েছে। অন্যদিকে, ইরান ও রাশিয়ার কাছে রয়েছে গাড়ির নকশা ও উৎপাদন প্লাটফর্ম। এগুলো ব্যবহার করে তিন দেশই লাভবান হতে পারে। ইরানের এ ব্যবসায়ী নেতা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার পর গাড়ি সরবরাহ ঠিক রাখতে ইরান ও তুরস্কের মতো দেশকে খুঁজছে। তিন দেশ যৌথভাবে গাড়ি উৎপান করলে আরো একটি লাভ হবে, সেটি হলো যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করা যাবে। অপর এক খবরে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রি ২১ শতাংশ কমেছে। বৈশ্বিক সেমিকন্ডাক্টরের স্বল্পতা ও সরবরাহ চেইন সংকটের কারণে গাড়ি নির্মাণ ব্যয় বাড়ছে। এতে গাড়ি বিক্রি লক্ষণীয়ভাবে কমেছে। এদিকে অ্যালিক্সপার্টনার্স নামে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান বলছে, গাড়িবাজারে চলমান সরবরাহ চেইন সংকট ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকতে পারে। খবর এপি। এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া উচ্চমূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহার বাজারে অস্থিরতা তৈরি করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশস্বল্পতার কারণে গাড়ির দাম রেকর্ড বেড়েছে। এতে নতুন গাড়ি কিনতে পিছিয়ে যাচ্ছেন ভোক্তারা। গাড়ি বিক্রির প্লাটফর্ম এডমান্ডস ডট কম জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে ৩৪ কোটি ৯০ লাখ গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৯ লাখ ৩৩ হাজার ইউনিট কম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক সংস্থা জেডি পাওয়ার জানায়, ২০২২ সালের প্রথম ছয় মাসে নতুন গাড়ির গড়মূল্য ৪৫ হাজার ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা ১৭ দশমিক ৫ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জেনারেল মোটরসের (জিএম) গাড়ি বিক্রি ১৫ শতাংশ কমেছে। অটো চিপ ও যন্ত্রাংশস্বল্পতার কারণে ৯৫ হাজার অসম্পূর্ণ গাড়ি নির্মাণ করেছে জিএম। চলতি বছরের শেষের দিকে এসব অসম্পূর্ণ গাড়ি সম্পূর্ণ নির্মাণ বা বিক্রির আশা করা হচ্ছে। প্রথমার্ধে টয়োটার গাড়ি বিক্রি ১৯ শতাংশ কমেছে এবং জুনে কমেছে ১৮ শতাংশ। এতে যুক্তরাষ্ট্রের বাজারে টয়োটাকে হটিয়ে শীর্ষ গাড়ি বিক্রেতা কোম্পানির আসন পুনরুদ্ধার করেছে জিএম। স্টেলান্টিসের গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে হোন্ডার গাড়ি বিক্রি অর্ধেকেরও বেশি কমেছে। একই প্রান্তিকে নিশান ও হুন্দাইয়ের বিক্রি কমেছে যথাক্রমে ৩৯ শতাংশ ও ২৩ শতাংশ। ছোট আকারের ও জ্বালানি সাশ্রয়ী গ্যাসোলিন গাড়িগুলো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। গত প্রান্তিকে হুন্দাইয়ের ইলান্ট্রা কমপ্যাক্ট বিক্রি কমেছে ৪৪ শতাংশ। প্রথমার্ধে হোন্ডার সিভিক বিক্রি কমেছে ৫৪ শতাংশ। এছাড়া জানুয়ারি থেকে জুনের মধ্যে টয়োটার করোলা কমপ্যাক্ট বিক্রি কমেছে ২৫ শতাংশ। হুন্দাই জানায়, যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাকসেন্ট ও ভেলোস্টার বিক্রি বন্ধ করে দিচ্ছে। তারা বরং স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) ওপর জোর দেবে। হুন্দাই মোটর আমেরিকার হেড অব সেলস র্যান্ডি পার্কার বলেন, চলতি বছর ধীরে ধীরে চিপস্বল্পতা কেটে যাবে। গত বছরের চেয়ে কোম্পানিটির গাড়ি উৎপাদন ৩০ শতাংশ বাড়বে বলে আশাবাদ পার্কারের। এডমান্ডস ডট কমের প্রাক্কলন, গত প্রান্তিকে ৩৫ লাখ ইউনিট নতুন গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৮ শতাংশ বেশি। এপি, এরাবিয়ান বিজনেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন