শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিক্ষার্থী প্রেমিকের বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নাঈম, যুবরাজ, দিপু ও পিয়াস। এ ব্যাপারে নির্যাতিতা শিক্ষার্থী গত বুধবার রাতে থানায় অভিযোগ করলে ওই রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তবে রোহান নামে অভিযুক্ত আরেক আসামি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, অভিযুক্ত নাইমের সাথে নির্যাতিতা শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের সূত্র ধরে ২৯ জুন রাতে নাইম তার বন্ধু রোহানের গোদনাইল তাঁতখানার বাসায় ছাঁদে নিয়ে যায় ভুক্তভোগিকে। সেখানে তারা দৈহিক সম্পর্কে মিলিত হয়। এসময় নাইমের অন্য বন্ধু যুবরাজ, পিয়াস ও দিপু তাদের মেলামেশা অবস্থায় দেখতে পায়। পরে তারা নাইমের কাছে এ ঘটনার জন্য টাকা দাবি করে। নাইম টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ওই শিক্ষার্থীর সংঘবদ্ধ ধর্ষণ করে।
এদিকে ঘটনার এক সপ্তাহ পর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আরো জানায়, নির্যাতিতা ওই শিক্ষার্থী ভয়ে কাউকে বিষয়টি প্রথমে জানাতে সাহস পায়নি। পরে সে তার স্কুলের শিক্ষকদের পরামর্শে গত বুধবার রাতে থানায় অভিযোগ করে। পরে আমরা রাতেই তাৎক্ষণিক অভিযান করে অভিযুক্তদের আটক করি। তবে রোহান নামে একজন অভিযুক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন