স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের আইন পেশার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। গতকাল সোমবার সকালে ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। আবেদনে পঞ্চদশ সংশোধনীর ৩৩ ধারাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চে আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিট আবেদনে বলা হয়, ‘১৯৭২ সালের সংবিধানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার বিধান ছিল না। কিন্তু ১৯৭৮ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে হাইকোর্টের বিচারপতিদের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ দেন। মূল সংবিধানে না থাকায় এটি বাতিল করা হোক। এ বিষয়ে রিটকারী ইউনুস আলী আকন্দ বলেন, বিচারপতিরা আইনজীবী হিসেবে কাজ করলে এটা বিচার বিভাগের ওপর প্রভাব পড়ে।
এদিকে, গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর পক্ষে হাইকোর্ট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলা পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন