জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়ে বেলা ৪টার দিকে শেষ হয়।
বৈঠক মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন উইংয়ের চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।বৈঠক শেষে বিএনপি মহাসচিবসহ অন্যরা একে-একে সবাই বেরিয়ে যান। এ সময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানতে চাইলে বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন