শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শ্রীলঙ্কা নিয়ে স্বপ্ন দেখে লাভ নেই, বিএনপিকে হানিফ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ২:২২ পিএম

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা নিয়ে বিএনপি স্বপ্ন দেখছে অভিযোগ করে দলটির উদ্দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই স্বপ্ন দেখে লাভ নেই। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না।

বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এই মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয়, তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন, এর আগে তারা মিসরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়, তাই বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না, আর বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সকাল-বিকাল যাদের সরকারবিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন অগ্রগতি দেখে গাত্রদাহের কারণে এসব কথা বলে যাচ্ছেন।’

এ সময় তিনি কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যা নিয়ে কথা বলেন। সদর আসনের এই সংসদ সদস্য বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিপিআইতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এই মামলার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।

যশোরে যুবদল নেতা হত্যায় সরকারকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এই প্রসঙ্গে হানিফ উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এই ধরনের অভিযোগ করার আগে বিএনপির সময়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মির্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন