চলতি বছরের শুরুতেই নিজেদের প্রিন্টার ব্যবসা এইচপির কাছে বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছিল স্যামসাং। এবার ধুঁকতে থাকা পার্সোনাল কম্পিউটার পিসি ব্যবসাও চীনা প্রতিষ্ঠান লেনোভোর কাছে বিক্রি করে দেয়ার কথা ভাবছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং। দ্য ইনভেস্টরের এক প্রতিবেদনে দেখা যায়, পিসি ব্যবসায় ক্রমাগত লোকসান দিয়ে চলেছে স্যামসাং। এ ধাক্কা সামলাতে সম্প্রতি পল হ্যাস্টিংসকে অর্থ উপদেষ্টা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। যদিও বর্তমানে এ সিদ্ধান্ত থেকে একেবারেই সরে এসেছে স্যামসাং। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির গোটা কম্পিউটার ব্যবসাই বিক্রি দেয়ার বিষয়টি বিবেচনা করছে স্যামসাং। চীনভিত্তিক লেনোভোর সঙ্গে এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছে। আলোচনায় বর্তমানে চীনা কোম্পানিটির প্রতিনিধিত্ব করছে লন্ডনভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান ফ্রেশফিল্ডস হাউস ডেরিংগার। ঠিক কত দামে স্যামসাং নিজস্ব কম্পিউটার বিক্রি করবে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এ ব্যবসা কিনতে লেনোভোকে ব্যয় করতে হবে কমপক্ষে ৮৫ কোটি ডলার। লেনোভোর সঙ্গে এ বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চালাচ্ছে স্যামসাং। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সেভাবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশ্ববাজারে এরই মধ্যে অন্যতম বৃহৎ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে লেনোভো। চলতি বছরের মে মাসে প্রকাশিত প্রতিষ্ঠানটির এক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে লেনোভোর রাজস্ব বেড়েছে ২০ শতাংশ। প্রতিষ্ঠানটি বর্তমানে সবচেয়ে বেশি ভালো করছে মোবাইল ফোন ব্যবসায়ে। উল্লিখিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির রাজস্ব ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১৪ কোটি ডলারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন