শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুদানে জাতিগত সংঘর্ষে ১০৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৮:২৩ এএম

সুদানে জমি নিয়ে বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯১ জন। বুধবার (২০ জুলাই) আরবনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত ১১ জুলাই দেশটির ব্লু নিল রাজ্যে বার্টি এবং হাউসা জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে এ লড়াই শুরু হয়। নিহতদের অধিকাংশই তরুণ। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, লড়াই শুরু হওয়ার পর থেকে ১৭ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার মানুষ তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, সুদান বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। গত অক্টোবরে সেনা প্রধান আবদেল ফতাহ আল-বুরহান ক্ষমতা দখল করার পর থেকেই দেশটিতে জমি, ভূমি, পানি ও পশু নিয়ে জাতিগত দাঙ্গা বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন