ভারতের নয়া প্রেসিডেন্ট হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে রাইসিনা হিলসের মসনদে বসলেন তিনি। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে ভারতের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। গণনা শেষ হবার আগেই দ্রৌপদী পেয়ে গেছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি ভোট। এদিকে দ্রেীপদী মুর্মু প্রেসিডেন্ট নির্বাচিত হবার সাথে সাথেই দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। তারা পরস্পরকে মিষ্টিমুখ করায় বলে জানা গেছে। সূত্র : জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন